বাঁশানুকাব্য


বাঁশানুকাব্য
::রবিউল করিম ::

(ভালবাসার বাঁশ)
অর্থাভাবে ভালবাসা হয়ে গেল ঘাস
খেয়ে গেল গরুগুলো দিয়ে গেল বাঁশ।
সেই ছ্যাকাতে কেউ বা কখন রুদ্ধ করে শ্বাস
হতাশ হয়ে মরবে, ভাবে পরবে গলায় ফাঁস।

-->


(আন্তর্জাতিক বাঁশ)
বঙ্গদেশের সোনার ফসল হরেক পাটের আঁশ
পাটের পেটেন্ট নিয়ে ভারত মোদের দিল বাঁশ।
মুক্তবাজার অর্থনীতির নিয়ম হয়ে পাশ
বাজার পেল ভারত চীনে আমরা হলাম দাশ।

(জাতীয় বাঁশ)
টাকাকড়ি লাভের আশায় করে ধানের চাষ
কৃষক ধানের দাম না পেয়ে খেল তাজা বাঁশ।
চালের বাজার মন্দা যাওয়ায় ক্রেতার পৌষমাস
আবাদ খরচ না ওঠাতে চাষীর সর্বনাশ।

-->


(জীবন একটি বাঁশ বাগান, খালি বাঁশ আর বাঁশ)
বাঁশ বাগানের মাথার উপর বাঁকা চাঁদের বাস
জুলুমভরা দুনিয়ায় আর ক'দিন বসবাস।
চাপা ব্যাথায় বুক ভেঙ্গে হায় বেরোয় উর্ধ্বশ্বাস
এর চে ভালো মাটির তলের আঁধার শয্যাপাশ।