শিক্ষাণুকাব্য


শিক্ষাণুকাব্য
::রবিউল করিম::

শিরের দাঁড়া রাখতে খাড়া করতে হবে শিক্ষা
উন্নয়নে ভাসতে হবে এই নিল সব দীক্ষা।
বাল্যবেলায় বলত সবে কানে কানে এসে
লেখা পড়া করে গাড়ি ঘোড়ায় চড়বে শেষে।
উন্নয়নের চিন্তা মাথায় চোখে গাড়ির স্বপন
'বিদ্যা শেখার মূলে এসব'-করছি মনে বপন।
পড়ছি তো নয় করছি যেন টাকার বিনিয়োগ
খরচ উসুল না হলে তো বাঁধবে গোলযোগ!
পাশ করে সব কাগজপত্র বগল দাবা করে
ভাইভা রিটেন নিয়ে যেন সবাই এবার মরে।
চাকরি সেতো সোনার হরিণ, সবার কি আর হবে?
মামা খালু টাকায় কোটায় খাপ খেলে না তবে!
শিক্ষিত সব বেকার হয়ে জুতার তলি ক্ষয়ে
নকরি পেশার খোঁজে বেবাক ঘুরছে হন্যে হয়ে।
এ তো কেবল টাকার কথা আর তো সবই বাকি
'শিক্ষা শেখায় মানবতা'- শুভঙ্করের ফাঁকি!
তাই যদি না হতো কেন শিক্ষিত সব চোর?
লজ্জা পেয়ে ভাবি কোথায় দুঃখ রাখি মোর!
শিক্ষা যেন টাকার খেলা-টাকায় আনে টাকা
আলোকিত মানুষ বনার মারছি বুলি ফাঁকা।